রবিবার, ৪ জুলাই, ২০২১

সবার জন্য একটাই সাইজ, ওভারসাইজ’


ধীরে ধীরে ওভারসাইজড ফ্যাশনের জন্য তৈরি হয় গ্রামার। এখন তো ‘ওভারসাইজড’ ধারণা নিয়ে গ্রীষ্ম, শীত, বসন্তের ফ্যাশন উইকে আলাদা করে র‍্যাম্পও হয়। তারকারা হরহামেশাই ওভারসাইজড পরে বেরিয়ে পড়েন। ভেতরে অনায়াসে বাতাস চলাচল করতে পারে, আরাম আর স্বস্তিদায়ক বলে জনপ্রিয়তায় ভাটা পড়েনি এতটুকু। ‘সবার একটাই সাইজ, ওভারসাইজ’ স্লোগান নিয়ে এই ফ্যাশনকে জনপ্রিয় করার মিছিলে দলে দলে শামিল হয়েছে তারকা ফ্যাশনিস্তা থেকে আমজনতা—সবাই।

জনপ্রিয় হচ্ছে ‘ওভারসাইজড’ ফ্যাশন
জনপ্রিয় হচ্ছে ‘ওভারসাইজড’ ফ্যাশন 
ছবি: ইনস্টাগ্রাম


সিঙ্গাপুরিয়ান ফ্যাশন ব্লগার ইভান ঝ্যাং তাঁর ইউটিউব চ্যানেল ‘ইয়োর অ্যাভারেজ জেন্ট’ চ্যানেলে ‘ওভারসাইজড’ পোশাক পরার ক্ষেত্রে পাঁচটি বিষয়ে সতর্ক করেছেন। একনজর চোখ বুলিয়ে নিন সেগুলোতে।

১. স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, এক্সট্রা এক্সট্রা লার্জ। আপনার জন্য যেটা স্বাভাবিক তার এক বা দুই সাইজ বড় পরবেন। খেয়াল রাখবেন হাতের আঙুলগুলো যেন সবটা ঢাকা না পড়ে। তাহলে সেটা ‘ওভার ওভারসাইজড’। ওভারসাইজে হাতের তালু ঢাকা থাকবে, আঙুল বেরিয়ে থাকবে। টপসের ক্ষেত্রে আপনার হাত ঊরুর যতটা যায়, ততটা হবে। নতুবা মনে হবে, এটা ফ্যাশন নয়, আপনি অন্য কারও জামা পরে চলে এসেছেন!

‘ওভারসাইজড’ শার্টে বোল্ড লুক
‘ওভারসাইজড’ শার্টে বোল্ড লুক 
ছবি: ইনস্টাগ্রাম

২. একসঙ্গে দুটো ওভারসাইজড পরা যাবে না। টি–শার্ট বা টপস যদি ওভারসাইজড পরেন, তাহলে প্যান্টটা নরমাল হতে হবে। উল্টোটাও হতে পারে। স্বাভাবিক একটা টপ বা টি–শার্টের সঙ্গে ওভারসাইজড প্যান্ট পরলেন। তবে ফ্যাশন নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের উপদেশ, ‘জাস্ট গো ফর অ্যান ওভারসাইজড টপ’।


৩. মনে রাখতে হবে ‘ওভারসাইজড’ কোনো ফরমাল ফ্যাশন না। কেবল ক্যাজুয়াল লুকের জন্য এই ফ্যাশন। ফরমাল পোশাক যেমন শার্ট বা কোট, সালোয়ার কামিজ—এগুলো ওভারসাইজড হলে ভালো দেখায় না।


৪. ওভারসাইজড এ শুকনা শরীরকে আরও শুকনা দেখায়। স্থূল শরীরকে আরও স্থূল দেখায়। হাইট যাদের কম, তাদের হাইট আরও কম দেখায়। তাই অ্যাভারেজ বডিতে ওভারসাইজডের স্বাধীনতা ভোগ করা যায়। নতুবা এক বা দুই সাইজের বেশি নয়।

ওভারসাইজড এ শুকনা শরীরকে আরও শুকনা দেখায়
ওভারসাইজড এ শুকনা শরীরকে আরও শুকনা দেখায়
ছবি: ইনস্টাগ্রাম

৫. যেকোনো একটা কিছু ওভারসাইজড হলে বাকি সবকিছু সিম্পল, ইজিগোয়িং’ রাখতে হবে। নতুবা সবকিছু ‘অন্য রকম’ হলে ভালো দেখাবে না। যেমন ওভারসাইজড টপ পরলে এর সঙ্গে স্বাভাবিক জুতা বা ঘড়ি পরুন। তাতে ওভারসাইজড ফ্যাশন পুরোপুরি ফুটে উঠবে। নতুবা আপনাকে যে দেখবে তার মনোযোগ বিঘ্নিত হবে। আপনার ওপর থেকে চলে যাবে আপনার পোশাকের ওপর। ফলে সেটা অন্যজনের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। আপনার ব্যক্তিত্ব হয়ে উঠবে ‘কনফিউজিং’।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

দয়া করে কোনো অশ্লীল শব্দ ব্যবহার করবেন না।