রবিবার, ৪ জুলাই, ২০২১

শেষ হচ্ছে বেজোসের আমাজনের এক অধ্যায়, এবার কী


সম্প্রতি ‘দ্য রক’ খ্যাত তারকা ডোয়েইন ডগলাস জনসনের সঙ্গে সমুদ্রসৈকতে বেজোসের একটি ছবি বেশ সাড়া ফেলেছে।
সম্প্রতি ‘দ্য রক’ খ্যাত তারকা ডোয়েইন ডগলাস জনসনের সঙ্গে সমুদ্রসৈকতে বেজোসের একটি ছবি বেশ সাড়া ফেলেছে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

বিশ্লেষকেরা নজর রাখছেন বেজোসের ইনস্টাগ্রাম পোস্টের দিকে। সম্প্রতি ‘দ্য রক’ খ্যাত তারকা ডোয়েইন ডগলাস জনসনের সঙ্গে সমুদ্রসৈকতে বেজোসের একটি ছবি বেশ সাড়া ফেলেছে। আমাজনের টি-শার্ট গায়ে সেলিব্রিটি রেসলার তাঁর বাহু রেখেছেন বেজোসের কাঁধে। দুজনেই হাসছেন। ইনস্টাগ্রামে তাঁদের এই পোস্ট বলে দিচ্ছে অনেক কিছু। কারণ, এই ছবি পোস্ট করার আগে আমাজন স্টুডিওর জন্য নতুন একটি সিনেমা চুক্তিতে গেছেন দুই জগতের দুই তারকা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

আসলে নানা পরিকল্পনা নিয়েছেন বেজোস। জুলাই মাসের ২০ তারিখে বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিনের মানব বহনকারী প্রথম মহাকাশযান নিউ শেফার্ড রওনা দেবে। ১৯৬৯ সালে এই দিনেই নিল আর্মস্ট্রং ও বাজ আলড্রিন প্রথম চাঁদে পা রাখেন।

এতে বেজোসের সঙ্গী হবেন তাঁর ভাই মার্ক। এ ছাড়া আর কে হবেন তা নিয়ে বেশ বড়সড় নিলামও হয়ে গেছে কিছুদিন আগে। মহাকাশ যাত্রায় আমাজন প্রধানের সঙ্গী হতে ২৮ মিলিয়ন ডলার বা বাংলাদেশি টাকায় (ডলার বিনিময় ৮৫ টাকা হারে) প্রায় ২৩৮ কোটি টাকা দর হেঁকে সর্বোচ্চ দরদাতা হয়েছেন এক ব্যক্তি। তবে কে সেই ব্যক্তি তা নিয়ে এখনো রহস্য আছে।




এ ছাড়া এই ভ্রমণের আরেক সফরসঙ্গী হচ্ছেন সাবেক মার্কিন বিমানচালক ওয়ালি ফাঙ্ক। গত বৃহস্পতিবার ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানান বেজোস নিজেই।

১৯৯৪ সালে আমাজন প্রতিষ্ঠা করেছিলেন জেফ বেজোস। তবে ফেব্রুয়ারিতে হঠাৎ করেই জেফ বেজোস ঘোষণা দেন আমাজন পরিচালনার প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। অ্যান্ডি জ্যাসিকে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দিয়ে তিনি হবেন প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান। অ্যান্ডি এত দিন আমাজনের ক্লাউড কম্পিউটিং বিভাগের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছেন। এখন চালাবেন পুরো প্রতিষ্ঠান। সে সময়ই বলা হয় আগামী জুলাই থেকে এই পরিবর্তন আসবে আমাজনে। আর তা হচ্ছে আগামীকাল।

সে সময় এই সিদ্ধান্তের কারণ হিসেবে আমাজন কর্মীদের এক ই-মেইল বার্তায় জেফ লিখেছিলেন, ‘আমার শক্তি ও মনোযোগ নতুন পণ্য এবং নতুন উদ্যোগে খরচ করতে চাই।’

আমাজনের দৈনন্দিন কার্যক্রম থেকে অবশ্য কয়েক বছর ধরেই নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন জেফ বেজোস। প্রধান দুই সহকারীর মধ্যে সে দায়িত্ব বণ্টন করেছিলেন। অ্যান্ডি জ্যাসি তাঁদেরই একজন। জেফ এখন আমাজনের ভবিষ্যৎ কার্যক্রম এবং ব্যক্তিগত প্রকল্পে মনোযোগ দেবেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

দয়া করে কোনো অশ্লীল শব্দ ব্যবহার করবেন না।